উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের মাহিন ফ্যাশনের স্বত্ত্বাধিকারী খিজির সরদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
সেসময় ডাকাতরা পরিবারের সদস্যদের হাত পা বেধে স্বর্ণালংকার,নগদ টাকা,মোবাইল ফোনসহ প্রায় ৮লক্ষাধিক টাকার মালামাল লূট করে নিয়ে যায় ।
গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের আকৈাছ মিয়ার পুত্র খিজির সরদারের বাড়িতে এঘটনা ঘটে ।
ব্যবসায়ী খিজির সরদার সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে খিজির সরদারের বাড়ির রান্না ঘরের চুলার উপরের ঢাকনা সরিয়ে ৭-৮জনের একদল মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে।সেসময় পরিবারের সকলের হাত পা বেধে লুটপাট চালায় ডাকাতদল।
লুটপাটকালে ৮ভড়ি স্বর্ণালংকার,নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা,৫টি র্স্মাট মোবাইল ফোন,কাপড় প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ৮লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার(ভারপ্রাপ্ত) ওসি নুরুল ইসলাম বলেন,বিষয়টি শুনেছি।