সৈয়দ শাহান শাহ্ পীর : যথাযোগ্য মর্যাদার শহিত আরবি হিজরী সনের পহেলা ১ মহররম পালিত হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার ছিল আরবি হিজরী সনের ১৪৪০ পদার্পণের প্রথম দিন ১ মহররম। সারাদেশের ন্যায় হবিগঞ্জসহ বিশে^র সকল ইসলাম ধর্মালম্বীরা যথাযোগ্য মর্যাদা এবং ভাব-গাম্বীর্যের মধ্য দিয়ে আরবি শুভ নববর্ষ উদযাপন করেন।
এ উপলক্ষে সরকারীভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং মসজিদ,মাদ্রাসা,ধর্মীয় প্রতিষ্ঠানসহ পাঞ্জাতন স্মৃতিসৌধে মিলাদ-মাহফিল,সালাত,শিরনী বিতরণ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।