আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জের নবীগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক।
আজ নবীগজ্ঞ উপজেলায় বিকাল ৪টার দিকে এবং সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণের সিলেট বিভাগীয় উপ-পরির্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালায়। অভিযানকালে ১মে নবীগজ্ঞ উপজেলার গুজাখাই গ্রামে শেখ ফরিদ মিয়া (৪২) কে তার নিজ বসতঘর থেকে ৮ পিস ইয়াবাসহ আটক করে। সে ওই গ্রামের মৃত মোঃ কাঞ্চন মিয়ার পুত্র।
পরে একই উপজেলার ওমরপুর গ্রামের রাজেস চন্দ্র ভট্টাচার্য্য (৭০) কে আটক করে। সে ওই গ্রামের মৃত রবেশ ভট্টচার্য্যর পুত্র। নিজ বসতঘর থেকে এ সময় তার কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপর দিকে পরে বিজ্ঞ ম্যাজিট্রেট তৌহিদ বিন হাসানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয় আটককৃত মাদক ব্যবসায়ীদের । বিজ্ঞ ভ্রাম্যমান আদালত রাজেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্যকে কে ৩শ গ্রাম গাঁজা রাখার অপরাধে ১ বছর ৬ মাস কারাদন্ডা ও শেখ ফরিদ মিয়াকে ৮ পিস ইয়াবা রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থ দন্ডপ্রদান করে।