ও ভাই একটা মালা নেন
নেন না একটি মালা,
মালা বিক্রির টাকা দিয়ে
মিটে মোদের ক্ষিদের জ্বালা।
নেন না একটি ফুল দিদি
দেন না কয়টি টাকা,
পাচঁটি দশটি টাকা পেলে
চলো মোদের জীবন চাকা।
আমাদের ও ইচ্ছে করে
পড়তে নতুন জামা,
পেট ভরে খেতে চায় মন
মাংস পোলাও খোরমা।
মা গেছে পরপারে
বাবার অন্য সংসার,
সৎ মা খেতে দেয়না আর
করতে চায় প্রাণ সংহার।
ভিক্ষে নয় কর্ম করে
হাত পেতেছি তাই,
সকলের সহযোগিতা নিয়ে
আমরাও বেচেঁ থাকতে চাই