হবিগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজ সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ গেটের সামন থেকে র্যালিটি ভের হয়ে উপজেলার সবগুলো সড়ক প্রদক্ষিণ করে পূণরায় স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। আনন্দ র্যালিতে কলেজের শিক্ষক-শিক্ষিকরা ছাড়াও কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
র্যালির নেতৃত্ব দেন কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ রানা রঞ্জন চৌধুরী। এ সময় আজমিরীগঞ্জ কলেজকে সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও স্থানীয় সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সকলে।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন- সহকারি অধ্যাপক মো. ওমর ফারুক চৌধুরী, শিখা চক্রবর্তী, জীবন কুমার চন্দ্র, সিনিয়র প্রভাষক মো. শাহজাহান শেখ, মানিক লাল চৌধুরী, মো. হাফিজুর রহমান, বিদ্যুৎ কান্তি মজুমদার, মৃদুল কান্তি দেব, প্রভাষক লিটন চন্দ্র দাস, কল্যাণ ব্রত দাস, মো. আমীর হামজা ভূইয়া, লাকী রাণী রায়, মো. মাসউদ রানা, মো. তোফাজ্জল হোসেন চৌধুরী, পরিমল চন্দ্র দাস, তপন লাল কর্মকার, নিতাই চন্দ্র পাল প্রমূখ।