মাধবপুর থেকে সংবাদদাতা : মাধবপুর উপজেলার হরিণখোলা এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ১ ভারতীয় নাগরিকসহ ৭ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। গত রোববার বিকালে তাদেরকে আটক করা হয়। বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, হরিণখোলা বিওপি’র ওয়ারেন্ট অফিসার মিরাজের নেতৃত্বে একদল জওয়ান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরা জেলার তেলিয়ামুড়া এলাকার সুমিত্রা দেবনাথ, হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামের দীনেশ সরকার ও তার স্ত্রী অঞ্জনা রানী সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলার হরিণবেড় গ্রামের বিষু রানী দাস, তার ছেলে অজিত দাশ ও মেয়ে তনু রানী দাশ এবং একই জেলার নাসিরনগরের বেণু বালা সরকার।