সৈয়দ আখলাক উদ্দিন মনসুর,শায়েস্তাগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর দপ্তরে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উদ্বোধন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানাযায়, ৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় হপবিস সহকারী জেনারেল ম্যানেজার (এজি,এম) সৌকতুল আলম সভাপতিত্বে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অসংখ্য কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক নেতা কর্মীকে নিয়ে শায়েস্তাগঞ্জ সদর দপ্তর থেকে এক বিশাল র্যালী নিয়ে পৌর সভা পর্যন্ত শহর প্রদক্ষিণ করে এবং শ্লোগানে “প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” সেখান থেকে র্যালী নিয়ে ফিরে হপবিস সদর দপ্তরে এসে সমাপ্ত হয়।
পরে সকাল ১০ টায় পবিস দপ্তরে প্রশিক্ষণ কক্ষে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৮ এর অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, হবিগঞ্জ সদর উপজেলার আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ সরদার। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন, হপবিস সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।