স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করে জেলা দুর্নীতি দমন কমিশন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মলয় কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক শাহ আহম্মদ আলী, কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আজিজুর রহমান ও সহকারি প্রধান শিক্ষক মোঃ মোস্তুফা মিয়া প্রমুখ।