নবীগঞ্জ প্রতিনিধি : উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট ২০১৮ইং গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে।
বেলা ২ ঘটিকায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. আলমগীর চৌধুরী।
উপজেলা নির্বার্হী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং ক্রিড়া সংগঠক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, বাউসা ইউপি চেয়ারম্যান আবু সিদ্দীক, করগাওঁ ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সাজু চৌধুরী, ইউপি চেয়ারম্যান এড. জাবিদ আলী, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ইকবাল আহমদ বেলাল, নুরুল হক, পাবেল প্রমূখ।
খেলা পরিচালনা (রেফারী) করেন মোঃ আব্দুল মতিন। ধারা ভাষ্যকারে ছিলেন আলী হোসেন রানা। উদ্বোধনী খেলায় নবীগঞ্জ পৌরসভা একাদশ বনাম বাউসা ইউপি একাদশ অংশ গ্রহন করেন।
১-০ গোলে পৌর একাদশ বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে। আজ মঙ্গলবার বেলা ২ টায় নবীগঞ্জ সদর ইউনিয়ন বনাম আউশকান্দি ইউপি একাদশ, ৩.১৫ ঘটিকায় কুর্শি ইউপি বনাম গজনাইপুর ইউপি একাদশ, ৪.১৫ ঘটিকায় করগাওঁ ইউপি বনাম কালিয়ারভাঙ্গা ইউপি একাদশের মধ্যে খেলা অনুষ্টিত হবে।