ভদ্রতা, শালীনতা অনুপস্থিত,
পরিত্যক্ত হয়ে আছে শিষ্টাচার,
অচর্চিত বিনম্রতা,
লক্ষ্যভ্রষ্ট সুবিচার,
এখন সক্রিয় মিথ্যাচার;
অবন্টিত ন্যায্য পাওনা,
শুনি বঞ্চিতের হাহাকার।
অনিরাপদ সবার অর্থ সম্পদ,
অরক্ষিত জন জীবন,
ঈমানহীন সমাজ ব্যবস্থা,
বে ঈমানের আস্ফালন।
দুর্বল দুঃস্থ অসহায়,
নিপীড়তরা সর্বদা তটস্থ,
মানুষ রূপী দানবেরা কখন
আসে খড়গহস্ত।
দুর্ভেদ্য, দুর্মূল্য,
দ্যুতিহীন সুজন
আর সুশীল সমাজ,
সুলভ্য, অমূল্য, দ্যুতিময়,
শক্তিধর অস্পৃশ্য মহারাজ।
বিনয়ীরা পালিয়ে বেড়ায়,
নিরাপত্তার অন্বেষণে,
নীতিহীনের গলায়
পুস্পমাল্য শোভাপায়
সৌন্দর্য বর্ধনে।