স্টাফ রিপোর্টার দৈনিক শায়েস্তাগঞ্জ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীরামপুর এলাকার প্রাক্তন শিক্ষক গোপেন্দধ লাল দাস (৫৫) গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে পরলোকগমন করেছেন (দিব্যান লোকন স গচ্ছতু-তিনি-দিবালোকে গমন করেছেন)। স্ত্রী, ৩ ছেলে স্বদেশ রঞ্জন দাস, সবুজ দাস, জাদু দাস, ২ মেয়ে, নাত-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার চুনারুঘাট উপজেলার শ্রীরামপুর গ্রামের শ্মশানে গোপেন্দ্র লাল দাসের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে। শুক্রবার প্রাক্তন শিক্ষক পোপেন্দ্র লাল দাসের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানান চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত, নোয়াপাড়া বাজার শিমু ষ্টুডিও প্রোঃ নির্মল বন্ধুদাস ।