নিজস্ব প্রতিনিধি : ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর রেলগেইট এলাকা থেকে হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মাধবপুর উপজেলার বেঙ্গাডুবার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শাহজাহান মিয়া (৩৫) ও একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কাজল মিয়া (২০)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাসেম খন্দকার জানান- ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক ও তিনিসহ একদল পুলিশ গতকাল দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তিনি বলেন, সম্প্রতি রেলপথের মাধবপুরের নোয়াপাড়া এলাকায় রেলের উপর থেকে শিপন, রুহুল আমীন কালো, বুটলা নামে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক তিনটি মামলা হয়। এর মধ্যে একটি হত্যা মামলার বাদী হন রুহুল আমীন কালোর আত্মীয় আব্দুল মতিন। এ মামলার অন্যতম আসামী গ্রেফতারকৃত শাহজাহান ও কাজল।