আজিজুল ইসলাম সজীব: প্রতিদিনের ন্যায় গত শুক্রবার দুপুরে ২ টায় হবিগঞ্জ সদর থানার (ওসি) মোঃ ইয়াসিনুল হক গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সাইফুলসহ একদল পুলিশ সদর উপজেলা এলাকার ধুলিয়াখাল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ী নারীসহ ২জনকে আটক করে।
আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হল: ধুলিয়াখাল(মধ্য পারা)এলাকার আব্দুল মান্নান স্ত্রী মিনার বেগম (৩৭) ও চুনারুঘাট উপজেলার আমরোড (বনগাঁও) গ্রামের আব্দুল জহিরের পুত্র আব্দুল কুদ্দুস (২২) কে ১৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এসময় তাদের সাথে থাকা শুটকেস ও ব্যাগ তল্লাশি করে পলিথিননে মোড়ানু অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ জানায়, তার দির্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে মাদক ব্যবসা করে আসছিল।
এব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক জানান, বর্তমান পুলিশ প্রশাসন যে কোন মূল্যে আইনের শাসন সফল ভাবে প্রতিষ্ঠিত করবে। তাই আমারা পুলিশ প্রশাসনের এই অভিযান প্রতিদিনই থাকবে এবং এই অভিযানে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এবং হবিগঞ্জকে আবারও শন্তির শহর হিসেবে গড়ে দেখাব।