নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা সিংহগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে পুকুরে ফেলে দিয়েছে চার বখাটে। এ ঘটনায় ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার দুপুরে উপজেলার সিংহগ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে বিদ্যালয়ের আসা-যাওয়ার পথে প্রায়ই এলাকার কয়েকজন বখাটে তাকে উত্যক্ত করতো। এ নিয়ে কয়েকবার এলাকায় সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে মেয়েটি বিদ্যালয় থেকে গ্রামের একটি পুকুরের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে চার যুবক তাকে মারধর করে। এ সময় মেয়েটি চিৎকার করলে তাকে পুকুরে ছুড়ে ফেলে তারা। এতে মেয়েটি পুকুরে কাদায় আটকে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, এ ব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।