লন্ডন প্রতিনিধিঃ গত ১২ আগষ্ট রবিবার লন্ডনে অনুষ্ঠিত হল যুক্তরাজ্যে বসবাসরত হবিগন্জবাসীর সামার হলিডে পূনর্মিলনী। হলিডে উপলক্ষে অনেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে বেড়াতে যায় আবার বিভিন্ন দেশ থেকে অনেকে ইংল্যান্ডে বেড়াতে আসেন এতে ভ্রাতৃত্ব অনেক সুদৃড় হয়।সেই মুহুর্তকে ধরে রাখতে ও আরো আনন্দঘন করতেই এই প্রয়াস।
সেই সাথে নুরুদ্দিন চৌধুরী বুলবুল এর সম্প্রতি বাংলাদেশে যাওয়া এবং শহীদুল আলম চৌধুরী বাচ্চু, জাকারিয়া ফেরদৌস, সালেহ আজহার খান পাপ্পু, সৈয়দ মোস্তাক আহমেদ ছুটি শেষে ফিরে আসা এবং সুদুর আমেরিকা থেকে সামছুল ইসলাম লন্ডনে বেড়াতে আসায় তাদের সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে কামাল চৌধুরীর ছেলে ইব্রাহীম চৌধুরীর মৃত্যুতে বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মুরুব্বি খোয়াজ আলী খান। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, যুক্তরাজ্যের পরিচিত মুখ মারুফ চৌধুরীর প্রানবন্ত পরিচালনায় উপস্থিত সবাই সুন্দর প্রতিক্রিয়া ব্যক্তকরেন। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে হবিগঞ্জের কমিউনিটি নেতারা অংশগ্রহন করেন তন্মধ্যে সর্বজনাব খোয়াজ আলী খান, তাহির আলী, শহিদুল আলম চৌধুরী বাচ্চু, মোহাম্মদ ফজলু, সিরাজুল ইসলাম, নুরুদ্দিন চৌধুরী বুলবুল, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, ইতালী হবিগঞ্জ কল্যান সমিতির সভাপতি ইসলাম মোঃ সিজিল, জালাল উদ্দিন, সালেহ আজহার খান পাপ্পু, সৈয়দ মোস্তাক আহমেদ, মারুফ চৌধুরী, এ রহমান অলি, হাজী জামাল আহমেদ, মামুন খান, সৈয়দ শাহনেওয়াজ, অজিত লাল দাশ, শাহ শহীদ আলী, সামছুল ইসলাম, আইয়ুব শেখ সোহেল, আব্বাস উদ্দিন, আঙ্গুর মিয়া প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।