নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটক কেন্দ্রের বেহাল দশা। প্রতিদিন দেশের বিভিন্নস্থান থেকে হাজার হাজার পর্যটক এখানে আসে। কিন্তু পর্যটকদের সুবিধার জন্য এখানে নেই কোন পানীয় জলের সুবিধা, পয়নিস্কাশনের জন্য দুটি বাথরুম থাকলেও দরজা না থাকায় উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে পর্যটকরা জরুরী মুর্হুতে টয়লেটে যেতে পারছেন না। এতে করে তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জাতীয় উদ্যানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হাজার হাজার টাকা লাভ করছেন। কিন্তু পর্যটকদের সুবিধার কথা চিন্তা করছেন না কেউই। সরজমিনে গিয়ে দেখা যায়, শত শত নারী পুরুষ, শিশুরা পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছে। টয়লেট দুটির দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। বিশ্রামাগারটিও অপরিষ্কার থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে জাতীয় উদ্যানে বেড়াতে আসা মহিলারা পড়ছেন চরম বেকাদায়। প্রশ্রাব পায়খানাসহ জরুরী কাজ তারা সারতে পারছেন না। বিশেষ করে ওই এলাকায় পানীয় জলের অভাব বেশি বলে জানিয়েছেন পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা। পর্যটকদের দাবী কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে অতি দ্রুত এগিয়ে আসবেন।