সৈয়দ শাহান শাহ্ পীর : শায়েস্তাগঞ্জ উপজেলাসহ হবিগঞ্জ জেলা এবং প্রায় সারাদেশেই কুরবানীর ঈদকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী এবং গৃহস্থালী পশুকে মোটাতাজা করণে এখন ব্যাস্ত হয়ে পড়ছে।
জানা যায়, কুরবানীর (ঈদ-উল-আজহা) ঈদ কে উপলক্ষ্য করে শায়েস্তাগঞ্জ উপজেলা-হবিগঞ্জ জেলাসহ প্রায় সারাদেশেই উল্লেখিত ব্যাবসায়ী এবং গৃহস্থালীরা গরু,মহিষ,ছাগল,ভেড়া,দুম্বা এবং উটসহ বিভিন্ন ধরণের পশুকে অধিক লাভের আশায় তারা নিষিদ্ধ ট্যাবলেট এবং ইনজেকশন ব্যবহার করাচ্ছে অন্য আরেক শ্রেণির অসাধু পল্লী চিকিৎসকের পরামর্শে ।
ফলে,পশুগুলো মোটা হয়ে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে,এসমস্ত পশুর মাংশ খেয়ে মানুষেরা জটিল এবং কঠিন দূরারোগ্যে আক্রান্ত হয়।তবে একটু সচেতন হলে এসমস্ত পশু না কিনে সুস্থ পশু কেনা যেতে পারে।
যেমন,পশুগুলো ঠিকমতো চলাফেরা করতে পারবেনা,শান্ত থাকবে,উরুগুলোর মাংসপেশি ফুলা যা আঙ্গুল দিয়ে পশুর শরীরে চাপ দিলে আঙ্গুল দেবে যাবে এবং বেশি-বেশি ক্লান্তির সাথে শ^াস-প্রশ্বাসে খুব বেশি হাফাঁতে থাকবে ইত্যাদি। অথ্যাৎ,পশুর শরীরে পর্যাপ্ত পানি জমে গেছে।