মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে বন্ধুর বাড়ীতে বেড়াতে আসা দুবাই প্রবাসী হেলালের ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি হেলালকে পরিকল্পিত ভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। রোববার সকালে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আব্দুল আউয়াল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে। পুলিশ ও নিহতের পরিবার জানায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাবেক ইউ/পি সদস্য পিয়াম গ্রামের নূরউদ্দিনের ছেলে আলমগীর কয়েক বছর আগে দুবাই যায় সেখানে বন্ধুত্ব গড়ে উঠে ব্রাহ্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের আবু ছায়েদ মিয়ার ছেলে হেলাল মিয়া (৩০)’র সাথে। বন্ধুত্বের সুবাদে হেলাল ভিসা সংগ্রহের জন্য আলমগীরকে প্রায় ৭ লাখ টাকা দেয়। কিন্তু আলমগীর ভিসা সংগ্রহ করতে ব্যর্থ হয়ে দেশে চলে আসে। এর কিছুদিন পর হেলালও দুবাই থেকে দেশে চলে আসে। দেশে এসে আলমগীরের কাছে ভিসার জন্য দেয়া টাকা ফেরত চায়। আলমগীর ১ লাখ টাকা পরিশোধ করে। বাকী টাকা দেইদিচ্ছি বলে গড়িমসি করতে থাকে। ২০ মার্চ হেলাল পাওনা টাকার জন্য আলমগীরের বাড়ীতে ছুটে আসে। এবং সেখানে অবস্থান করাকালীন রোববার সকালে স্থানীয় লোকজন আলমগীরদের বাড়ীর পার্শ্বে পুকুর পাড়ে একটি গাছে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় হেলালের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আব্দুল আউয়াল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান-এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে আলমগীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।