শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:- যুক্তরাষ্ট্র প্রবাসি নুরজাহান চৌধুরী রুমাকে সংবর্ধনা দিয়েছে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বন্ধন ৮৭ ব্যাচ।
শুক্রবার দুপুরে হবিগঞ্জের একটি রেস্তোরায় বন্ধন ৮৭ ব্যাচ এর পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
বন্ধন ৮৭ এর সভাপতি মোজাম্মেল হক সফিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম জামালের পরিচালনায় বক্তব্য রাখেন মির্জা গালিব রুমি, মাহমুদুল ইসলাম নাহিদ, মুজিবুর রহমান, আবুল ফজল, মানিক মিয়া, রাজু বিশ্বাস, উস্তার মিয়া, সাইদা খানম ডেইজি, হাবিবা খাতুন নাজমা, রাহেলা আক্তার, আফিয়া খাতুন, আব্বাস মিয়া, কামাল মিয়া, জাহাঙ্গির মিয়া, সামসুল হক, সুরাব আলী, সত্যজিত বসাক, নজরুল ইসলাম প্রমূখ। পরে সবাই মিলে সংবর্ধিত রুমাকে ফুল, উপহার ও সম্মাননা স্বারক তুলে দেন।