বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দিয়েছে এক দল দুর্বৃত্ত।
বাহুবল উপজেলার মিরপুর তিতারকোণাস্থ পেট্রোল পাম্পের ২০ গজ দুরে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
ট্রাক চালক কালাম মিয়া ও পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা থেকে কোকাকোলা কোম্পানির পানীয় বোঝাই একটি ট্রাক (চট্র মেট্রো-ট ১১২৬৯৩) মৌলভীবাজারে যাওয়ার পথে মিরপুর তিতারকোনা পেট্রোলপাম্পের কাছে রাতের খাবার খাওয়ার জন্য গাড়িতে হেলপারকে বসিয়ে চালক চলে যায়। এমতাবস্থায় কয়েক যুবক এসে হেলপারকে গাড়ি থেকে নামিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
এতে মাল বোঝাই ট্রাকটি পুরোপুরি ভষ্মিভুত হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি দোতলা বাড়ি ও পেট্রোল পাম্প।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই খাইরুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন।
পরে খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আফছার উদ্দিনের নেতৃত্বে একদল দমকল বাহিনে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিক সহকরী পুলিশ সুপার (সার্কেল) ইবনে রায়হান সাজ্জাদ ও বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ভোর রাতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করে পুলিশ।