ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি: প্রতিবারের মত ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম তালবাড়ি গ্রামবাসীর প্রানের সংগঠন ‘চৌধুরী ফ্যামেলী এসোসিয়েশন তাল বাড়ি ইউ.কে’ এর পারিবারিক মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মানব সেবাই আমাদের ধর্ম, এই ¯েœাগান নিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী কানাইঘাট এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাড়াঁনোর প্রত্যয় নিয়ে দীর্ঘ একযুগ পূর্বে যাত্রা শুরু করেছিল ‘ চৌধুরী ফেমেলী এসোসিয়েশন তাল বাড়ী ইউ.কে’।
রবিবার লন্ডনের একটি স্থানীয় হল রুমে যুক্তরাজ্যে বসবাসকারী তাল বাড়ী বাসীর স্বত:স্ফুর্ত অংশ গ্রহনে এই পারিবারিরক মিলন মেলা অনুষ্টিত হয়।
এতে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সরওয়ার আহমেদ চৌধুরী ও রুনা বেগম এর যৌথ সঞ্চালনায় অনুষ্টান শুরুর প্রথমেই পবিত্র কোরান থেকে তেরাওয়াত করেন ইবাদ আহমেদ চৌধূরী।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রায় তিন শতাধীক চৌধুরী পরিবাররের সদ্যসরা এই মিলন মেলায় যোগদান করেন। আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনেকই পুরোরো দিনের স্মৃতিচারণ মধ্যে দিয়ে দিনটি উপভোগ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েনের সহ সভাপতি শাহিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আফসর চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, ফারুক আহমেদ চৌধুরী, হুসেন আহমেদ চৌধুরী, মাসুদ আহমেদ চৌধুরী, সোহেল আহমেদ চৌধুরী, পারভিন চৌধুরী,সুলতানা চৌধুরী, ইমরান চৌধুরী, আজমল আলী, সুফি মাসুদ আহমেদ, কাওছার আহমেদ চৌধুরী, মামুন, শামীম প্রমুখ।
ঐতিহ্যবাহী গ্রাম তালবাড়ি প্রবাসীরা শৈশবের স্মৃতিচারণ সহ ইসলামিক সঙ্গীত, কবিতা পাঠ করেন অনেকই। সবশেষে এক আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।