চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা আইন শৃঙ্খলা বৈঠকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অপসারণ দাবী করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের এক পর্যায়ে মিরাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও গোয়াছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগের বিরুদ্ধে সাজানো নারী নির্যাতন মামলার তদন্ত ছাড়াই মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন মামলার রিপোর্ট দেওয়ায় উপজেলা চেয়ারম্যান ও ১০টি ইউনিয়নের চেয়ারম্যানসহ উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন এবং মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে রেজুলেশনসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশীদের ছেলে আদম ব্যাপারী আব্দুর রহিম শ্যামলের বিরুদ্ধে মিজানুর রহমান সোহাগের ভাই সাইফুর রহমান রাসেল বাদী হয়ে বিদেশ নেওয়ার নামে প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৫৯/১৪।
ওই মামলা থেকে পাড় পেতে মিজানুর রহমান সোহাগের বিরুদ্ধে শ্যামলের কাজের মেয়ে ছালেহাকে বাদী করে একটি নারী নির্যাতন মামলা দায়ের করে। ওই মামলা মহিলা কর্মকর্তা সেলিনা পারভীনের নিকট তদন্ত আসলে তিনি অফিসে বসেই উৎকোচের বিনিময়ে তদন্ত রিপোর্ট দিয়ে দেন।
আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, সহ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
করাঙ্গী নিউজ/সুলতান খান/এসআরএম