আজিজুল হক সানু, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে এক চোর আটক হলেও অন্যান্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আটককৃত আয়াত আলী উপজেলার গকুলপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
আটক চোরকে গণধোলাই দিয়ে বাহুবল মডেল থানা পুলিশে সৌপর্দ করেছে স্থানীয় লোকজন।
ঘটনাটি ঘটেছে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বাহুবল উপজেলার উত্তর সোয়াইয়া গ্রামে।
জানা যায়, ইদানিং বাহুবল উপজেলার সর্বত্র চুরি হিড়িক পড়েছে। প্রতি রাতেই এলাকার কোন না কোন বাড়িতে গরু চুরির ঘটনা ঘটছে। কৃষকেরা সহায় সম্পত্তি রক্ষার্থে রাত্রি জেগে পাহারা দিচ্ছেন।
এরই মধ্যে গত শনিবার রাত ১টার দিকে উপজেলার উত্তর সোয়াইয়া গ্রামের মৃত আঃ হকের পুত্র আঃ মতিনের গোয়াল ঘরে একদল চোরেরা প্রবেশ করে। টের পেয়ে চোরদের আটকের চেষ্টায় এলাকাবাসী ধাওয়া করে। ওই সময় আয়াত আলী নামে এক চোর জনতার হাতে আটক হয়।
খবর পেয়ে বাহুবল থানার এস আই গেরাঙ্গ কুমার বসুর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
রোববার (২২ মার্চ) সকালে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।