নুর উদ্দিন সুমন ॥ সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আরেক অর্থে বলা হয় সমাজের দর্পন বা আয়না। আপনারাই পারেন সমাজের অবহেলিত মানুষের কথা তুলে ধরতে। যেখানে সাংবাদিকতা নেই, সেখানে কোন গনতন্ত্র নেই। আমরা চাই সমাজের সকল অসঙ্গতি আপনাদের কমলমের মাধ্যমে ফুটে উঠুক।
শনিবার সন্ধ্যায় ৮টায় পৌরসভার উত্তর বাজার মীর হোসেন ভবনের উক্ত চুনারুঘাট সাংবাদিক ফোরামের নতুন অফিস ভবনের উদ্বোধন করা সময় উপরোক্ত কথাগুলো বলেছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার অ্যাডভোকেট মাহবুব আলী।
এর পূর্বে তিনি ফিতা কেটে চুনারুঘাট সাংবাদিক ফোরামের নতুন অফিস ভবনের উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় চুনারুঘাট সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নুর উদ্দিন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, সেক্রেটারি ইয়াহিয়া চৌধুরী, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহের, চুনারুঘাট উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান মহালদার, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, এমপি পিএস মোছাব্বির হোসেন বেলাল, চুনারুঘাট প্রেসক্লাব সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির য্গ্নু-সম্পাদক ফারুক মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, যুবলীগ নেতা টিপু।
এতে অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন-চুনারুঘাট সাংবাদিক ফোরামের যুগ্ন-সম্পাদক আজিজুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক রুবেল তালুকদার, ক্রিড়া সম্পাদক সোরাজই উৎপল সিংহ, নির্বাহী সদস্য ওয়ায়েদ আলী, আব্দুল হাই প্রিন্স, মীর জোবায়ের আলম, নাজিরুজ্জামান শিফন, সাইফুর রাব্বী, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার।