মোঃ আব্দুল হক রেনু,শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ইতি আক্তার (৬) নামে এক মক্তব পড়ুয়া ছাত্রী হত্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে নিহতের বাবা মোঃ আব্দুস শহিদ বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে।
এ হত্যা কান্ডের ঘটনায় সন্দেহমূলক ভাবে বাবরু মিয়া (৩৫) নামে এক জনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুলাই) শায়েস্তাগঞ্জ পৌর সভার বিরামচর সাহেব বাড়ি জামে মসজিদ মক্তবের পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে এই মরদেহটি উদ্ধার করে শয়েস্তাগঞ্জ থানা পুলিশ। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান বলেন, এ হত্যাকান্ডের তথ্য উদঘাটনে আমরা সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।