বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ করে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, অভিযান চালিয়ে সোহেল ও শিপন স্টোর থেকে প্রায় ১২ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। উভয় দোকানকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার।
পরে জব্দকৃত কারেন্ট জাল ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসের সামনে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেন তারা।
ভ্রাম্যমাণ আদালতকে অভিযানে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই সামসু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমদ আকুঞ্জি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ।