হবিগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলীর ছেলে আলাউদ্দিন।
বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত সোয়া ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
নাজিম উদ্দিন জানান, আনারস প্রতীক নিয়ে আলাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ৭৫৬ ভোট। নৌকা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মিজবাহ উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১৯ হাজার ৮৪৪ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল পেয়েছেন ৬০৮ ভোট।
উল্লেখ্য, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী মিয়া গত ৩০ এপ্রিল মারা গেছেন। এজন্য গত ১৯ মে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে ২৫ জুলাই উপ-নির্বাচনের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন।