চলো মাদকের বিরুদ্ধে
– এম এ মোত্তালিব
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে
আগামী প্রজন্মকে বাঁচাতে চাই,
মাদকের দংশন করেছে আগ্রাসন
সকলের উদ্যোগ প্রয়োজন তাই।
অপরাধের জননী মাদকেই সূত্র
শান্ত ছেলেটা হয়েছে কু- পুত্র।
স্বাভাবিক জীবনে নেই তার শান্তি
সবসময় অবসাদ গ্লানি আর ক্লান্তি।
যুবসমাজ ঝুকছে মাদকের কবলে
তরুন-তরুনী ঝরে পড়ছে অকালে।
চুরি আর ডাকাতি হচ্ছে সহসাই
নেশার টাকা পেতে ঘটছে ছিনতাই।
মাদকাসক্তের নেই কোন ভালো গুন
দ্বিধাবোধ করেনা করতে মানুষ খুন।
নেশা মানেই মৃত্য নেশাতেই ধ্বংস
তিলে তিলে করে দেয় জীবনকে নিংস্ব।
ঘরে ঘরে অবরোধ গড়ে তুলি প্রতিরোধ
মাদক নিয়ে খেলা করছে যারা,
RAB- পুলিশ খুঁজছে নেশায় যারা ঝুকছে মাদক নির্মুলে সবাই এক হই মোরা।