স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, এক সময় হবিগঞ্জ ছিল অবহেলিত একটি জেলার নাম। বিগত সাড়ে ৯ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবিগঞ্জকে আলোকিত জেলায় রূপান্তরিত করেছি। হবিগঞ্জে গড়ে তুলেছি শিল্পঞ্চল। হবিগঞ্জকে এখন আর কেউ অবহেলিত জেলা বলতে পারবে না। বর্তমানে প্রবাসীদের বিনিয়োগের জন্য হবিগঞ্জে চমৎকার পরিবেশ রয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবিগঞ্জে বিনিয়োগের জন্য তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার মানচেস্টার শাখা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। এ সময় এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছি। মহান স্বাধীনতা অর্জনসহ দেশের সকল অগ্রগতির মূলে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সরকারই বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং দেশের জনগণের উন্নয়নে এই সরকারের কোনো বিকল্প নেই। তাই সকল অগ্রগতি অব্যাহত রাখতে স্ব স্ব এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিতে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান তিনি।
ছুরাবুর রহমানের সভাপতিত্বে ও এডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় সভায় অন্যান্যের বক্তৃতা করেন- সৈয়দ মাহমুদুর রহমান, গউছ মিয়া, মোঃ মোজাহিদুর রহমান, মোঃ আজাদ মিয়া, রুহুল আমীন রুহেল, মোঃ ছুরত মিয়া, মঈনুল আমিন বুলবুল, আব্দুল নাসির ওয়াহাব, মোঃ হান্নান মিয়া, আবু ইউসুফ চৌধুরী, এটিএম লোকমান, গাউছুল ইমাম চৌধুরী সুজন, মদরিছ আলী, ফারুক আহমেদ, সৈয়দ মোস্তাক, ফয়জুল হক জুয়েল, জুহেদুর রহমান প্রমুখ। সভায় প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দসহ যুক্তারাজ্য বাংলাদেশী প্রবাসী সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই এমপি আবু জাহিরকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।