নিজস্ব প্রতিনধি: হবিগঞ্জে ৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে তিনদিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
রোববার দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-মেলা উদযাপন কমিটির সম্পাদক ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফফার আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন-হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ অধ্যক্ষ আবু লেইছ, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, স্কুলছাত্র ইসতিয়াক আহমেদ পরাগ ও ফাহিম মুনতাসির উৎস।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবিত ১৯০টি প্রজেক্ট প্রদর্শন করছে।