স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি লন্ডন ও আমেরিকা সফরে যাচ্ছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।
সাথে যাবেন তার সহধর্মিনী আলেয়া জাহির। এমপি আবু জাহির বাংলাদেশ থেকে প্রথমে যাবেন লন্ডনে। সেখানে হবিগঞ্জ প্রবাসীদের আয়োজনে তাকে প্রদত্ত সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। পরে ২১ জুলাই চলে যাবেন আমেরিকায়। সেখানেও হবিগঞ্জে যুগান্তকারী উন্নয়ন সম্পাদন করায় তাকে সংবর্ধনা প্রদান করবে।
এছাড়াও সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। পরে আবারো তিনি লন্ডনে এসে প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। ৩ আগস্ট তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। দেশে আসার পর তিনি পবিত্র হজ্বব্রত পালনের জন্য সৌদিআরব গমন করবেন।