স্টার জলসা, জি বাংলা এবং স্টার প্লাস ভারতীয় এ তিনটি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধের দাবি জানিয়েছে জাগ্রত বিবেক নামক সংগঠন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলার কারণে আমাদের দেশে বর্তমানে বিভিন্ন পরিবারে অশান্তি বিরাজ করছে। তাই দেশের সংস্কৃতি রক্ষার স্বার্থে ও পারিবারিক অশান্তি দূর করার জন্য আমাদের দেশ থেকে অবিলম্বে এই টিভি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করে দেওয়া উচিৎ।
বক্তারা বলেন, আমাদের দেশের সংস্কৃতি ধ্বংসের মূল কারণ হচ্ছে ভারতীয় চ্যানেলগুলো। তাই আমাদের সংস্কৃতি আমাদের নিজেদের রক্ষা করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক মকলেসুর রহমান, শাহানুর বেগম, খাইরুল ইসলাম মনিরসহ অন্যান্য সদস্যরা।