সাখাওয়াত হোসেন টিটু : কিশোর বয়সে সুপারি গাছের ঝরে পড়া পাতার গোড়ায় (সিলেটের আঞ্চলিক ভাষায় ছই) বসতাম আর অন্য কিশোররা অগ্রভাগে ধরে টানতে থাকতো। চলতে চলতে তখন উপভোগ করতাম গাড়ি চড়ার মজা। মুখ দিয়ে হর্ণ বাঁজাতাম টিট টিট।
বর্তমানে ছেলে-মেয়ে সেই খেলার উপযোগী হলেও এসব খেলা তারা চেনে না। বর্তমান যান্ত্রিক যুগে তারা চেনে মিনি সাইকেল বা ইলেকট্রিক চার্জে চালিত মিনি মোটরসাইকেল চালানো। নানান ধরনের গেইম আই প্যাড মিনি কম্পিউটারসহ আধুনিক জগতের দামি সব খেলনার ভিড়ে আমাদের এক সময়ের মজার মজার গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে।