নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় বাস-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। এছাড়া এই দুর্ঘটনায় আহত ২৪ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী জায়গায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের আশিক আলীর ছেলে মাহবুবুল আলম (৩৫) এবং বাস যাত্রী জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের অমল পাত্রের ছেলে কাজল পাত্র (৫৫)।
এছাড়া সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মারা যান অপর বাস যাত্রী ওসমানীনগর উপজেলার তাজপুরের জ্যোতিন বিশ্বাস চক্রবর্তীর স্ত্রী শিউলি চক্রবর্তী (৫০)।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই দুর্ঘটনায় আহত সর্বমোট ৪২ জন সিওমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ভর্তি আছেন ২৪ জন।
প্রসঙ্গত, রোববার বেলা ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা আরেকটি বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনা স্থলেই ২ জনের মৃত্যু হয়।