নিজস্ব প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ গোল চত্ত্বরে বিশেষ আইন শৃংঙ্খলা সভায় মালিক, শ্রমিক ঐক্য পরিষদে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, বোমাবাজদের মোকাবেলায় মতামত প্রকাশ করেছে। গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ব্যতিক্রমধর্মী বিশেষ আইন শৃংখলা কমিটির সভায় এ মতামত ব্যক্ত করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ। শ্রমিক নেতা সজিব আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিপি শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, পিপি আকবর হোসেন জিতু, জেলা মটর মালিক গ্র“প সভাপতি ফজলুর রহমান চৌধুরী প্রমূখ।
সভায় বক্তব্য রাখেন, জেলা সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি গৌর প্রসাদ রায়, সদর উপজলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, চুনারুঘাট মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ, হবিগঞ্জ জেলা টেম্পু মালিক সভাপতির নেতা মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি হিরাজ মিয়া, জেলা ইমা মালিক সমিতির সভাপতি ইমদাদুর রহমান বাবুল, জেলা ম্যাক্সি মালিক সমিতির সভাপতি জিকে গাফফার, সিলেট জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ সদস্য রহমত আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক প্রভাষক শাহ্ জয়নাল আবেদীন রাসেল, সদর উপজেলা সন্তান কমান্ড আহ্বায়ক গউছ উদ্দিন চৌধুরী, চুনারুঘাট সন্তান কমান্ড সভাপতি বাকি বিল্লাহ, ব্যতিক্রমধর্মী এ সভায় জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ, ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ বিভিন্নস্তরের হাজারো কর্মী সমর্থরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ বলেন- যানবাহনে দেশে বোমা হামলার মাধ্যমে যে কাজটি হতে চলেছে তা রাজনীতির সংজ্ঞা হতে পারে না। আপনার আশেপাশে যারা ষড়যন্ত্র করছে, বোমা নিয়ে ঘুরছে তাদের ধড়িয়ে দিতে দ্রুত প্রশাসনকে খবর দেন।
প্রশাসন এবং জনগন একাত্ম হয়ে দুর্বৃত্তদের মোকাবেলা করা কোন দুরুহ কাজ নয়। কোন ধ্বংসাত্মক হিংসাত্মক কাজ সচেতন নাগরিক করতে পারেনা। আপনারা হাতেনাতে কোন বোমাবাজ সন্ত্রাসীদের ধরবেন এবং তাদেরকে ধড়িয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে।