হবিগঞ্জ প্রতিনিধি : আবার ও ডাকাত আতঙ্কে হবিগঞ্জ জেলা বাসি সদর উপজেলার দুবাই প্রবাসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
ডাকাতরা ঘরের আসবাবপুত্র তছনছ করে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের চানপুর গ্রামের দুুবাই প্রবাসি জসিম উদ্দিনের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে একদল ডাকাত প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রেরমুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ৬ ভরি স্বর্নালঙ্কার, দামী মোবাইলসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফসহ এলাকার লোকজন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।