উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাইমারী স্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। খেলায় ৩-০ গোলে চ্যাম্পিয়ান হয়েছেন উপজেলার করগাওঁ ইউনিয়নের বৈলাকীপুর প্রাইমারী স্কুল।
রার্নাসআপ হয়েছেন কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের পুরানগাও প্রাইমারী স্কুল। বঙ্গমাতা টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে খড়িয়া প্রাইমারী স্কুল। রার্নানআপ হয়েছে বৈলাকীপুর প্রাইমারী স্কুল। খেলা পরিচালনা করেন সাবেক কাউন্সিলর ও কৃতি ফুটবলার মিজানুর রহমান ও আব্দুল আলীম।
পরে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং শিক্ষক রুবেল মিয়া ও আব্দুল মজিদের পরিচালনায় পুুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার প্রঞ্চানন কুমার সাহা, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক রাহেলা খানম, শাহিনুর আক্তার চৌধুরী পান্না, শিরীন ফাতেমা, বিপুল দেব, লিটন দেবনাথ প্রমূখ। পরে টুর্ণামেন্টে অংশ গ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।