নবীগঞ্জে আজ ২২ মার্চ স্বাধীন বাংলার পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
নবীগঞ্জ প্রতিনিধি : আজ ২২ মার্চ রবিবার নবীগঞ্জে মহান স্বাধিনতার পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষ্যে ওই দিন বিকাল ৪ ঘটিকার সময় ওসমানী রোডস্থ উস্তার উল্লা অটো রাইসমিল প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করেছেন নবীগঞ্জ নাগরিক সমাজ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ঢাকা তিতুমীর কলেজের সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা কামাল আহমদ, নবীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুর উদ্দিন (বীর প্রতিক)। সভায় সভাপতিত্ব করবেন নাগরিক সমাজের আহ্বায়ক মিহির কুমার রায় মিন্টু। উক্ত আলোচনা অনুষ্টানে তৎকালীন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন অনুষ্টানে অংশ গ্রহনকারী ও শহীদ পরিবারের সদস্যসহ নবীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকবৃন্দ।