হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী হান্নান অবশেষে নবীগঞ্জের নহরপুর এলাকা থেকে আটক করেছে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান (৩২) হবিগঞ্জ পৌর এলাকার রাজনগর এলাকার মৃত লাল মিয়ার পুত্র । গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিভাগীয় উপ-পরিদর্শক মো: তানভীর আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ থানাধীন নহরপুর-জাহিদ রোডের মুন্নি এন্ড তন্নী ভিলার গেইটের সামনে থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হান্নানকে আটক করেন। এ সময় হান্নানের দেহ তল্লাশি করে ৫২০ পিছ মরণ নেশা নিষিদ্ধ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৭৬ হাজার টাকা ও দামী ২ টি SAMSUNG ও ১ টি OPPO মোবাইল উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল। পরে মাদক নিয়ন্ত্রণ বাদি হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী হান্নানের বিরুদ্ধে মাদক আইনের ১৯৯০ সালের ১৯ (১) এর ৯ (খ), ৩৩ (১) ও ৩৩ (২) এর ধারায় মামলা দিয়ে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিদর্শক তানভীর আহমেদ জানান, মাদক নির্মূলের অঙ্গীকার বদ্ধপরিকর আমাদের অভিযান অব্যাহত থাকবে। যুব সমাজকে মাদক মুক্ত করতে সর্ব সাধারণেরর সহযোগিতা কামনা করেন।