উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রশিক্ষিত যুব ও যুব নারীদের মাঝে প্রচারনাসহ সচেতনতামূলক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলামের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ সুলাইমান।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আব্দুল করিম। এরপরে মাদক বিরোধী ও পাচার রোধে বিশেষ এক সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আলমগীর চৌধুরী।