নিজস্ব প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর মঞ্চ নাটক ‘অপ্রাকৃতিক প্রকৃতি’ ৩ দিনের মঞ্চায়ন সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার থেকে সংগঠনের ‘দেশমঞ্চে’ নাটকটির মঞ্চায়ন হয়েছে প্রতিদিন সন্ধা সাতটায়।
শনিবার ছিল প্রদর্শণীর শেষ দিন। প্রতিদিন প্রচুর দর্শক নাটকটি উপভোগ করছেন।
ড: মুকিদ চৌধুরীর রচনা ও নির্দেশনায় নাটকটিতে সহনির্দেশনা দিয়েছেন রাজু বিশ্বাস।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হারুন সাঁই, জনি রানী দাসঁ, মিজানুর রহমান সুমন, কাকলী চৌধুরী, আল আমিন, শাহীন আহমেদ, হাবিবুর রহমান জুসেফ, রুমি আক্তার, সিরাজুল ইসলাম প্রমুখ।
নাটকে কলাকৌশলী হিসাবে কাজ করছেন জিতু আহমেদ মাখন, কাজী শাহানা ইসলাম, সুজন চৌধুরী, মুখলেছুর রহমান, ফখরুল হামিদ, নুরুল হক, ফারুক দেওয়ান, ওয়াহিদ,কিতাব আলী শাহীন, শামিম, দেলোয়ার, কাজল বৈদ্য, আক্তার, বাবুল, প্রসেনজিত প্রমূখ।
নাটকটির প্রযোজনা অধিকর্তা এডভোকেট হুমায়ুন কবির সৈকত।
তিন দিন নাটক উপভোগ করেন গ্রুফ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি, সহকারি অধ্যাপক নাছরিন হক,ফজলুল হক ফটিক,প্রভাষক তরিকুল ইসলাম হারুন, ইয়াছিন খান, বাবুল মল্লিক, আব্দুল্লাহ সর্দার, আব্দুল কদ্দুস তালুকদার সেবন, আব্দুল ওয়াহেদ বাচ্চু, প্রনব পাল, আতিকুর রহমান অপু, মোস্তাফিজুর তরফদার, প্রকৌশলী পাভেল, ফখরুদ্দিন, শিরিন আক্তার, সত্যজিত বসাক প্রমূখ।
নাটক ছাড়াও তিন দিন সংগঠনের শিশু শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।