সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরব মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।
স্থানীয় সময় বুধবার (৪ জুলাই) দেশটির জেদ্দার মোহাম্মদী এলাকায় সকাল ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মিনিবাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে একটি মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন তারা। এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে পাশে ছিটকে পড়লে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বাসটি ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম জানান, আমরাও এরকম একটি খবর পেয়েছি। হাসপাতালে লোক পাঠানো হয়েছে। খুব শিগগিরই বিস্তারিত জানাতে পারবো।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।