বাহুবল থেকে : এমপি কেয়া চৌধুরী বলেছেন, গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য মৃৎশিল্পকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। এ শিল্পটিকে আধুনিকভাবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, এখনও মাটির তৈরি জিনিসের কদর কমেনি। তাই এ শিল্পের সাথে সম্পৃক্তদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রশিক্ষণ শেষে তাদের জন্য ঋণের ব্যবস্থা করেছি। আমি মনে করি তারা ঋণ নিয়ে এ শিল্পটিকে আরো এগিয়ে নিবে। মৃৎ শিল্পের উন্নয়নে আমার নজর সব সময় থাকবে। তিনি আরো বলেন, কল্যাণপুরের কুমারপাড়ার মন্দিরের উন্নয়নে বরাদ্দ দিয়েছি। এছাড়া বাহুবলসহ বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির, স্কুল, কলেজসহ নানা প্রতিষ্ঠানের উন্নয়ন করাই আমার কাজ। এ কাজে কেউ বাঁধা দিয়ে আমাকে থামাতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার ভয় নেই। তাই তৃণমূল জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছি। গত বুধবার বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে যুব উন্নয়ন কর্তৃক কল্যাণপুর ও মৌড়িতে মৃৎ শিল্পে নিয়োজিত প্রশিক্ষণ শেষে ২০ নারীর মধ্যে ১৫ হাজার করে সাড়ে তিন লাখ টাকার ঋণের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হকের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার হোসেন শাহের পরিচালনায় চেক বিতরণ সভায় আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।