রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারের উন্নয়ন-সাফল্য ও ভাবনা নিয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক মহিলা সমাবেশ ও ছাত্র কুইজ প্রতিযোগিতা।
জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার দুপুরে শহরের বাইপাস সড়কস্থ মুত্তিযোদ্ধা কবির কলেজিয়েট একাডেমীতে প্রভাষক মোঃ সোয়াইব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিন। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার মোঃ সালেহ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী প্রকৌশলী মোঃ সালাহউদ্দিন আহমেদ জামান ও সংশ্লিস্ট কলেজের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন শাওন।
সমাবেশে বক্তারা জাতির জনকের কন্যা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদষ্ট্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে পরিচালিত বর্তমানের সরকারের বিগত ৯ বছরের শাসনামলে মহাশূন্যে স্যাটেলাইন বঙ্গবন্ধু-১ উপক্ষেপন সহ শিক্ষা, কৃষি, তথ্য-প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে বৈপ্লবিক নানা পদক্ষেপ গ্রহনের ফলে বিশ্বে উন্নত রাস্ট্রের স্বীকৃতি পাওয়ার কাতারে পৌছার মতো সুনিদিষ্ট বিষয়গুলো তুলে ধরায় সংশ্লিস্ট কলেজের শিক্ষার্থীরা অনুপ্রানিত হন এবং আগামীতে তরুন প্রজন্মের কান্ডারী হিসেবে তারাই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলায় দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এছাড়া বাল্য বিয়ে-ইভটিজিং ও দুর্নীতি প্রতিরোধ সহ নানা অন্যায়-অবিচারের বিরুদ্ধেও শিক্ষার্থীরা সজাগ থাকবে বলে শপথ নেন।
এদিকে ২য় পর্বে অনুষ্ঠিত ছাত্র কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।