হবিগঞ্জ প্রতিনিধি : বাহুবল উপজেলার গুচ্ছগ্রামে বিদ্যুতের খুটি পড়ে তাপস রায় (২২) নামে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে দিনাজ পুর জেলার বাবুল রায়ের পুত্র। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো ঠেলা গাড়িতে করে বিদ্যুতের খুটি নিয়ে মধুপুর চা-বাগান লাল টিলা এলাকার গুচ্চ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় শ্রমিক তাপস রায়। পথিমধ্যে ঠেলা গাড়ি উল্টে বিদ্যুতের খুটি তাপস রায়ের উপরে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: মিঠুন রায় তাকে মৃত বলে ঘোষণা করেন।