হবিগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী আইন শৃংখলাবাহিনীর চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে একশত পিস ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা ইয়াবা ব্যবসায়ীরা হল জেলার জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রামের মৃত মাহমুদ মিয়ার পুত্র শিপন মিয়া (২৮), হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলার দৌলতপুর
গ্রামের মৃত শওকত আলীর পুত্র তারেক মিয়া (৩০) ও নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র সালেহ আহমদ (২৬)। স্থিানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে দিরাই সদরের পৌরসভার ২নং ওয়ার্ডের ধল রোডের শশ্মানঘাট সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তফা কামাল আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা ইয়াবা সরবরাহকারী। বহুদিন যাবত দিরাই সহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।