হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামে নবম শ্রেণীর ছাত্রীকে পাশবিক নির্যাতন করতে না পেরে তাকেসহ তার বোন ও মাকে পিটিয়ে রক্তাক্ত করেছে একদল বাখাটে। এ ঘটনা নিয়ে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
আহত সূত্রে জানা যায়, সুরাবই গ্রামের রহম আলীর কন্যা অলিপুর মোজাহের উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অলিদা বেগমকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো একই গ্রামের রজব আলীর বখাটে পুত্র সাজু। এক পর্যায়ে সাজু ও তার বখাটে বন্ধুরা ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে ধর্ষণের হুমকি দেয়। এ ঘটনায় ছাত্রীর মা গ্রামের মুরুব্বিদের কাছে বিচারপ্রার্থী হন। এক পর্যায়ে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় বখাটে পুত্র সাজু। এতে ওই ছাত্রীর পরিবার প্রত্যাখ্যান করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে উঠে।
গতকাল সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের ভেতর গিয়ে ওই ছাত্রীকে ধরে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায় সাজু। এ সময় ছাত্রীর মা মুর্শিদা খাতুন ও বোন রুমেনা খাতুন বাঁধা দিলে সাজুসহ বখাটেরা তাদেরকেও পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ খবর জানাজানি হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সদর থানার এসআই গোলাম মোস্তফা সদর হাসপাতালে ছুটে যান এবং আহতদের খোঁজ-খবর নেন। তিনি জানান, অভিযোগ পেলে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।