মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ জুন) দুপুরে বিদ্যালয়ে হল রুমে মাধবপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রধান শিক্ষক জয়ধন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী এড. সুফিয়া আক্তার হেলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন কর্মকর্তা জান্নাত সুলতানা, নারীনেত্রী পৌর কাউন্সিলর ইসরাত জাহান ডলি, ইউপি সদস্য সেলিনা আক্তার, শ্যামলী রানী দেব, সাংবাদিক হামিদুর রহমান প্রমুখ।
পরে নারী শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়।