নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামে সংঘটিত সংঘর্ষে আহত ও মামলার বাদী আব্দুস শহীদ ঘটনার ১ মাস ১৭ দিনের মাথায় মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামছুল ইসলাম নিহতের বাড়িতে গিয়ে লাশের ছুরত হাল তৈরীসহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।
সুত্রে জানাযায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের দূলর্ভপুর গ্রামে বিগত ৯/০৫/২০১৮ইং তারিখ বিকালে বাড়ির চলাচলের রাস্তার উপর প্রতিপক্ষ সজলু মিয়া গাছের ডাল ফেলে রাখলে একই গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে আব্দুস শহীদ তা সরাতে বললে উভয়ের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে সজলু মিয়া তার দলবল নিয়ে আব্দুস শহীদের উপর হামলা করলে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আব্দুস শহীদ বাদী হয়ে বিগত ১৭/০৫/২০১৮ইং তারিখে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে একই গ্রামের প্রতিপক্ষ মৃত তেরা মিয়ার ছেলে সজলু মিয়াকে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে সিআর ২৫৩/১৮ নং মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত এমসি সংগ্রহ পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ দেন। মামলাটি নবীগঞ্জ থানার এসআই শামছুল ইসলাম তদন্ত করছে।
এরই মধ্যে আহত আব্দুস শহীদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে গতকাল মঙ্গলবার ভোরের দিকে মৃত্যুর খোলে ঢলে পরে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আঘাত জনিত কারনেই আব্দুস শহীদের মৃত্যু হয়েছে।