স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রাম থেকে আব্দুস শহিদ (৭০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে বানিয়াচং থানার এসআই জুলহাস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশ জানায়, গত শনিবার রাত ১২ টার দিকে আব্দুস শহিদের লাশ তার নিজ ঘরের তীরের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।
এ খবর পুলিশকে দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে কেন আত্মহত্যা করেছে সে সম্পর্কে কোন কিছু জানা যায়নি। পুলিশ বলছে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।